সোমবার পুলিশ দিবস পালিত হল মালদার রতুয়া-১নং ব্লকে। পুলিশ দিবসকে সামনে রেখে এক র্যালি আয়োজন করল সামসী ফাঁড়ির পুলিশ। ফাঁড়ির ইনচার্জ রাম সাহার উপস্থিতিতে পুলিশের র্যালি বের হল সামসীতে। র্যালি পরিক্রমা করল সামসী ঘাসিরাম মোড় থেকে সামসী ৪২০ মোড় পর্যন্ত বিস্তীর্ণ পথ। পথ চলতে সাধারণ মানুষ থেকে যানবাহন চালক সকলকে সচেতনতা বার্তা পৌঁছে দেওয়া হয় পুলিশ কর্তাদের তরফে। রাস্তা পারাপার করতে গিয়ে কিভাবে সতর্ক থাকতে হবে যানবাহন চালাতে গেলে সচেতনতা অবলম্বন করতে বলা হয়।