পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত দুবড়া ষোলোআনা দুর্গা মন্দিরে আজ মহা সপ্তমী, সোমবার সকাল আটটা নাগাদ মহা সমারোহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কলশ যাত্রা ও নবপত্রিকার আগমন। প্রচলিত রীতি মেনেই স্থানীয় মোড়ল বাঁধ জলাশয় থেকে প্রায় এক হাজার মহিলা লাল পাড় সাদা শাড়ি পরে কলশে জল নিয়ে মন্দিরে আসেন। দীর্ঘদিনের প্রথা অনুযায়ী এই কলশ যাত্রার মাধ্যমেই দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুবড়া ষোলোআনা দুর্গা মন্দিরের এই পূজা এ বছর ১২৭ তম বর্ষে পদার্পণ করেছে। প্রাচী