ময়নার হসপিটাল মোড় এলাকায় গতকাল বিকেলে প্রকাশ্য দিবালোকে একটি স্টেশনারি দোকানে নগদ টাকা চুরি হয় |আজ থানায় অভিযোগ দায়ের করেছে স্টেশনারি দোকানের মালিক |সিসিটিভি ফুটে যেন প্রকাশ্যে, তাতে দেখা যাচ্ছে তিন যুবক একটি স্কুটিতে পড়ে এসে একটি দোকানের সামনে দাঁড়ায় |তারপরে সাদা জামা পরিয়ে তো যুবকটি স্টেশনারির দোকানে ভেতরে ঢুকে যায় |পাপড় তুই যুবক অন্য একটি দোকানে ঢুকে দোকানদারদের কথা বলায় ব্যস্ত রাখে |সেই সুযোগে স্টেশনারি দোকানে যুবকটি টাকা চুরি করে নেয় |