ডাম্পার গাড়ির ধাক্কায় টোটো দুমড়ে মুছে গিয়ে টোটো তে থাকা পেসেঞ্জার সহ টোটো চালক জোখম হয়।এরপর স্থানীয়রা ওই জখম টোটো চালক ও প্যাসেঞ্জারকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতাল।জানা গিয়েছে জখম টোটো চালকের নাম আব্দুল জব্বার।বয়স 45।বাড়ি গাজোলের লক্ষ্মীপুর গ্রাম এলাকায়।টোটো প্যাসেঞ্জারের নাম আব্দুর রহিম।বয়স 75 বাড়ি গোয়াল নাংগরা। দূর্ঘটনাটি ঘটে গাজোল জামতলা ৫১২ নং জাতীয় সড়ক এলাকায়। বৃহস্পতিবার বিকেল চারটে নাগা