বড় দলদলিতে বাপের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল গৃহবধূর ঝুলন্ত দেহ। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। মৃতার নাম বাসন্তী রাভা(২৭)। চেংমারি গ্রাম পঞ্চায়েতেরই ঘাকসাপাড়া এলাকায় বাসন্তীর বিয়ে হয়েছিল।তাঁর ৮ বছরের একটি পূত্র সন্তান রয়েছে। গত শনিবার বাসন্তী বাপের বাড়িতে আসে। সোমবার দুপুর তাকে বাপের বাড়ির ঘরে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা।