Download Now Banner

This browser does not support the video element.

ইটাহার: কলেজে আসার পথে ইটাহারের চাঁকলা এলাকায় ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাইকের, আহত 3

Itahar, Uttar Dinajpur | Aug 12, 2025
কলেজ আসার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়লেন ৩ পড়ুয়া। মঙ্গলবার পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের চাঁকলা এলাকায় চাঁচল ইটাহার রাজ্য সড়কে। জখম পড়ুয়ারা হলেন ইকবাল হুসেন, মহম্মদ রনি ও দিলোয়ার হুসেন। তাদের বাড়ি ইটাহারের বীরনগর ও নদাপাড়া এলাকায়। এরা প্রত্যেকে ইটাহার মেঘনাদ সাহা কলেজের ছাত্র। জানা যায়, এদিন বাড়ি থেকে ৩ জন একটি বাইকে কলেজের উদ্দেশ্যে আসছিলেন। হঠাৎ চাঁকলা ব্রীজ সংলগ্ন এলাকায় ছাগলকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। ইটাহার থেকে ৩ জনকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়।
Read More News
T & CPrivacy PolicyContact Us