গণেশ পুজো উপলক্ষ্যে পুরুলিয়ার নিতুড়িয়ার পারবেলিয়া স্বরস্বতী ক্লাব ও শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুক্রবার নিতুড়িয়ার পারবেলিয়া ECL ফুটবল মাঠে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা শিবির। শিবিরে এলাকার বিভিন্ন জায়গা থেকে ৬৬জন রোগীর চক্ষু পরীক্ষা করেন চিকিৎসকরা। যার মধ্যে ২০জন মহিলা ছিলেন। যার মধ্যে ১৮জনের চক্ষু অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা পূজা কমিটির কনভেনার শান্তিভূষণ প্রসাদ যাদব এমনটাই জানালেন।