আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা শাসক(পঞ্চায়েত) অভিষেক চৌরাশিয়া ও ইটাহারের BDO দিব্যেন্দু সরকার। মঙ্গলবার ইটাহারের চাঁকলাঘাট প্রাথমিক বিদ্যালয়ে বসেছে আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির। পাশাপাশি চলছে দুয়ারে সরকার। ফলে সকাল থেকে শিবিরে ভিড় জমান এলাকার সাধারণ মানুষ। বুথের উন্নয়নের জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা কি কাজে ব্যবহার করবেন বাসিন্দারা সেই বিষয়ে শিবির আগত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রশাসনের আধিকারিক সহ জনপ্রতিনিধিরা।