মুর্শিদাবাদ: রানীতলা থানার অন্তর্গত সিমরান ইটভাটায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভোররাতে পুলিশি অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদের ব্যবসা চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানার নির্দেশে এসআই রবি লেপচা অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেফতার হয় কাবাতুল্লা শেখ (২৯), পিতা কুরমান শেখ, গ্রাম ছাতাই, রানীতলা থানার বাসিন্দা। তল্লাশির সময় তার কাছ থেকে একটি হাতব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভিতরে মোট ২৫ বোতল দেশি মদ পাওয়া যায়, প্রতিটি বোতল