তিস্তা ব্যারেজের নতুন রূপ! পুজোর আগেই দারুন চমক উত্তরবঙ্গবাসীদের। দীর্ঘদিনের কাজের পর অবশেষে মেরামতের কাজ শেষ। চকচকে নতুন বিটুমিনে সাজল গাজলডোবা তিস্তা ব্যারেজের রাস্তা। স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়ের উপস্থিতিতে রবিবার রাস্তার উদ্বোধন ঘিরে উচ্ছ্বাস। গ্রাম থেকে শহর— সকলের মুখে হাসির ঝিলিক। এদিন বিকেল পর্যন্ত দেখা গেল প্রচুর মানুষ ঘুরতে গিয়েছে সেতুর উপর দিয়ে। শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাওয়ার যাত্রা আরও মসৃণ।ঝাঁকুনি নয়, এবার রাস্তা হবে স্বপ্নের মতো।ড্রাইভার