আসানসোলের চিত্তরঞ্জন পাঁচের পল্লী দুর্গাপূজার থিম গঙ্গা দূষণ প্রতিরোধ, বাজেট ১৫ লক্ষ বাংলা-ঝারখন্ড সীমানা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রেল শহর চিত্তরঞ্জন। এবছর চিত্তরঞ্জন পাঁচের পল্লী বিশেষ আকর্ষণ থিম গঙ্গা দূষণ প্রতিরোধ, দূষণমুক্ত গঙ্গা করতে ঐক্যবদ্ধ পুজো কমিটি, পুজো কমিটি পুজোর থিমের মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চায় সাধারণ জনতার কাছে। 75 বছর ধরে পুজো করে আসছে পাঁচের পল্লী দুর্গাপূজা কমিটি , পুজোর কদিন বিশিষ্ট অনুষ্ঠান থাকে এবং সারা বছর ধরে বিভিন্