গত ২১ তারিখ গভীর রাতে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মহিলা ছাত্রাবাসে অন্বেষা ঘোষ নামে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চলের ছড়িয়ে পড়ে সর্বত্র। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হলে গতকাল রাতেই তারা কোচবিহারে এসে পৌঁছান। আজ পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় অভিযোগ জানানোর পর মৃতদেহ নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজের মর্গে। এখানেই হবে ময়নাতদন্ত। মৃত ছাত্রীর মামা কি জানিয়েছে শুনে নেব