বলরামডিহি জিএসএফপি বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি বর্ষ উপলক্ষে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফায় প্রাক প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঁচটি বিভাগের অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়। অঙ্কন প্রতিযোগিতার শেষে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। এদিনের এই অঙ্কন প্রতিযোগিতায় প্রাক প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১২০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।