শুক্রবার হুগলির তারকেশ্বরের বালিগরি -২ নম্বর পঞ্চায়েতের মনোহরপুর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ভাইকে সাইকেলে চাপিয়ে আঁকার ক্লাসে নিয়ে যাবার সময় আচমকা রাস্তায় ট্রাক্টর এর ধাক্কায় মৃত্যু হল ভাইয়ের এবং আহত দিদি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর মৃতের নাম সায়ন প্রধান, বয়স মাত্র ৭ বছর। স্থানীয়রা তৎক্ষণাৎ দুজনকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও সায়নকে মৃত বলে ঘোষণা করেন, আহত দিদি।