দক্ষিণ দিনাজপুর ওবিসি অধিকার মঞ্চের অভিযোগ, ওবিসি ও ওবিসি-বি শ্রেণীবিভাগের মাধ্যমে সংখ্যালঘু তোষণ করে প্রকৃত ওবিসিদের বঞ্চিত করা হচ্ছে। এই ইস্যুতেই শুক্রবার দুপুর তিনটে নাগাদ সংগঠনের পক্ষ থেকে বালুরঘাটে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। তাদের দাবি, পশ্চিমবঙ্গে তোষণমূলক ওবিসি সংরক্ষণের প্রয়াস চলছে, যা অবিলম্বে বাতিল করা প্রয়োজন। সংগঠনের সদস্যদের বক্তব্য, প্রকৃত ওবিসিদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকারের এ ধরনের পদক্ষেপ বন্ধ করা উচিত।