মালদার চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এমন নক্কার জনক ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। সারা রাজ্যের পাশাপাশি রবিবার রাত সাড়ে আটটায় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় এর প্রতিবাদ জানান বিজেপি। এদিন রাতে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতৃত্বরা।