দিন কয়েক আগে বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে যায় গোটা ভূতনি। দক্ষিণ চন্ডিপুরের কাটা বাঁধে বাঁধ ভেঙে যাওয়ার পর প্রতিনিয়ত বস্তা ফেলে কাজ করছে প্রশাসন। কিন্তু এই কাজকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। কম পরিমাণে মাটি ভরে বস্ত্রগুলো ফেলে সরকারি টাকা লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ। তবে এই কাজকে কেন্দ্র করে ওঠা অভিযোগের বিষয়ে খোঁজখবর নিতে ওই এলাকায় পৌঁছলেন জেলা বিজেপি কমিটির সদস্য তথা আইনজীবী অভিজিৎ মিশ্র সহ বিজেপি নেতৃত্ব।সঠিকভাবে কাজের দাবি।