RSP সমর্থিত RYF এর পক্ষ থেকে গঙ্গারামপুরে অধিকারযাত্রা করা হলো। শনিবার রাত্রি আনুমানিক আটটা নাগাদ এই অধিকার যাত্রা রাজ্যের একাধিক পান্থ থেকে পরিক্রমা করে গঙ্গারামপুরে প্রবেশ করে। RYF এর রাজ্য কমিটির সদস্য ঋষিকেশ রায়ের নেতৃত্বে অধিকারযাত্রা গঙ্গারামপুরে প্রবেশ করে। মূলত তাদের দাবি রাজ্যের বেকারত্ব দূর করতে হবে, চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার ফিরিয়ে দিতে হবে, রাজ্যের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। আর এই দাবিতেই গঙ্গারামপুরে অধিকারযাত্রা ও গঙ্গারামপুর চৌপতি