ভোট আছে ভোট যায় প্রতিশ্রুতি পায় এলাকার মানুষ, তবে সাগরদিঘির কাবিলপুর এর রাস্তা আজও মেরামতি হলোনা । আর যার কারণে প্রতিবাদে সামিল হয়েছে এলাকার একাধিক যুবকেরা। এদিন সাগর দিঘীর কাবিল পুরের রং পা দিয়ে হেঁটে বেহাল রাস্তা সাড়ায় এর প্রতিবাদের সামিল এলাকার একাধিক যুবকেরা।