গত রবিবারের মতো আজ অর্থাৎ রবিবারও বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ের যান চলাচল। ফের দ্বিতীয় হুগলী সেতুর কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ এবং কোনা এক্সপ্রেস ওয়ের সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে ইস্পাতের বিম তুলে বসানোর কাজের জন্য রবিবার সেতুতে সারাদিন যান চলাচল বন্ধ রাখা হবে। হাওড়া সিটি পুলিশ এক নির্দেশিকায় জানিয়েছে রবিবার ভোর চারটে থেকে রাত সাড়ে ন'টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং কোনা এক্সপ্রেস ওয়েতে যান চলাচল বন্ধ থাকবে।