পূর্ব মেদিনীপুর জেলার মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বিনন্দপুর SSKতে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আজ এই কর্মসূচিতে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার ADM সৌভিক ভট্টাচার্য বলেন আমাদের জেলায় প্রায় 4400 বুথ এপর্যন্ত 3300 ক্যাম্পে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সর্বত্র মানুষ স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে তাদের এলাকার উন্নয়নের স্বার্থে স্কীম জমা দিচ্ছে বলেন জেলার ADM সৌভিক ভট্টাচার্য