ভক্তিনগর থানার সাফেদ পোশাক পুলিশ অবশেষে দুই মাস আগের চুরির মামলার জট খুলতে সক্ষম হয়েছে। ঘটনায় যুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম টিঙ্কু শর্মা (৩২), বিষ্ণু মণ্ডল ওরফে ভোলা (১৯) এবং বিনয় সাহনি (১৯)। জানা গিয়েছে, প্রায় দুই মাস আগে ইসকন রোড কালী মন্দির সংলগ্ন এক বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে আলমারির তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না চুরি করে চম্পট দেয় দূষ্কৃতিরা।