নানুরের মোহনপুর গ্ৰামে একটি পদ্ম পুকুরে লোহার কড়াই এ চেপে পদ্ম ফুল তুলতে গিয়ে বেসাল হয়ে কড়াই টি উল্টে যেতেই বিপত্তি, যার ফলে সেই পুকুরের জলে ডুবে মৃত্যু হয় এক যুবকের।জানা গেছে, আনুমানিক বছর (৩৫) এর তরুণ দাস রবিবার সকাল ১১টা নাগাদ ওই গ্ৰামের একটি পুকুরে লোহার কড়াই নিয়ে পদ্ম ফুল তুলতে গিয়েছিল। কিন্তু ওই যুবক দুপুর পর্যন্ত বাড়িতে না ফেরার চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। পরে বিকেলের দিকে বিভিন্ন জায়গায় খোঁজ খুঁজির পর সন্ধ্যার দিকে ওই পুকুরে বেশ।