শিক্ষক দিবসে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তথা এক সময়ের শিক্ষককে কালিয়াগঞ্জে শ্রদ্ধা জ্ঞাপন করলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। শুক্রবার সন্ধ্যায় এমন তথ্য সাংসদের রায়গঞ্জের কার্যালয় থেকে জানানো হয়৷ এদিন কালিয়াগঞ্জে অনেক শিক্ষকের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তবে তার মধ্যে ছাত্র জীবনের এ্যকাউন্টেন্সির গৃহ শিক্ষক কমল ঘোষ কে শ্রদ্ধা জ্ঞাপন উল্লেখযোগ্য৷ ২০১৫ এবং ২০২২ সালে এই কমল ঘোষকেই পৌরসভার ভোটে দু'বার পরাজিত করেন তিনি।