বিশ্ব মঞ্চে মেয়ের সেরা খেতাব, কুলটিতে মা বাবাকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী, মীনাক্ষী মুখার্জি, মোহমদ সেলিমের বিশ্ব মঞ্চে ভারতীয় চলচিত্র পেল অন্যতম সেরার শিরোপা। ইটালির ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুপর্ণা রায় তাঁর সিনেমা Songs of Forgotten Trees -এর জন্য পেলেন সেরা পরিচালকের খেতাব 'ওরিজন্তি'। অনুপর্ণা রায়ের পরিবার পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের নারায়ণপুর গ্রামের আদি বাসিন্দা। বর্তমানে সপরিবার থাকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে। অন