মুর্শিদাবাদ ফরাক্কা : তৃণমূলের উপ-প্রধানের হাতে আক্রান্ত পুলিশের কর্তব্যরত এএসআই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক উপর। আক্রান্ত পুলিশের এএসআই নাম তাপস ঘোষ। তিনি ফরাক্কা ট্রাফিকে কর্তব্যরত। এই ঘটনার পুলিশ গ্রেফতার করেছে ফরাক্কা বেওয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তারিকুল সেখ।