দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েত এলাকায় করঞ্জি মিলন মহিলা সংঘ সমবায়ের উদ্যোগে মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে শনিবার আয়োজিত হলো বিশেষ প্রশিক্ষণ শিবির। এই শিবিরে সমবায়ের মাধ্যমে কীভাবে মহিলারা নিজেদের আর্থিক বিকাশ ঘটাতে পারেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুপুর দু’টো নাগাদ শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস সহ অন্যান্যরা।