কাটলিছড়ায় জীবিকা সখীর হাতে আক্রান্ত বিশিষ্ট সাংবাদিক বিভূতি চত্রবর্তী।গঠনার বিবরণে জানা গেছে শনিবার কাটলিছড়া বাইপাস সংলগ্ন বাগান জিপি কার্যালয়ে অরুণোদয় প্রকল্পে বাদ যাওয়া হিতাধিকারীরা নিজেদের নথিপত্র জমা করানোর সময় একদিকে প্রচন্ড গরম তাও আবার জিপি কার্যালয় বিদ্যুৎ বিহীন থাকায় একজন অজ্ঞান হয়ে পড়েন।এমতাবস্থায় কাটলিছড়ার বিশিষ্ট সিনিয়র সাংবাদিক বিভূতি চক্রবত্রী খবর সংগ্রহে গিয়ে এ ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে সন্ধ্যা সাতটা নাগাদ।