শনিবার বিকেল ৪ টে নাগাদ আনাড়া আরপিএফ পোস্টের তরফে একটি জনজাগরণ কর্মসূচি পালন করা হলো আনাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রামপুর গ্রামে। আনাড়া আরপিএফ এর তরফে সচেতনতা মূলক প্রচার করা হয়। রেল লাইনের পাশে থাকা গ্রামগুলির বাসিন্দাদের রেললাইন পারাপার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়, পাশাপাশি চলন্ত ট্রেনে পাথর না ছোড়া, গবাদি পশু গরু ছাগল ইত্যাদি প্রাণীগুলিকে রেললাইন সংলগ্ন এলাকা থেকে দূরে রাখা, এবং লেভেল ক্রসিংয়ের নিচ দিয়ে না পার হওয়া, এবং আনাড়া স্টেশনে