আজ অর্থাৎ মঙ্গলবার লাভপুরের জামনা অঞ্চলের কৈচড়া গ্ৰামের একটি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প। ওই ক্যাম্পের পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প ও আয়োজিত হয়। এদিন ওই ক্যাম্পের মধ্যেই থাকা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি তে গিয়ে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারা গ্ৰামের বিভিন্ন সমস্যার কথা নিয়ে সেখানে একাধিক দাবি রাখেন তাঁরা। সেই মতো লাভপুর ব্লক প্রশাসনের আধিকারিক রা দাবি গুলি শুনে দ্রুত সমাধানের আশ্বাস।