"রাজস্থানের এক টুকরো" পুজো প্যান্ডেলের থিম করে চমক দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার রবিবারের বাজারে উদ্যোগের সংঘের ৭৫ তম দুর্গাপুজোতে, আজ সকালে মহাষষ্ঠীতে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে পুজোর উদ্বোধন করা হয় ,উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক শিক্ষারত্নবিদ সুবল চন্দ্র পাল,রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা লতিকা মাইতি, পুজো কমিটির সভাপতি অশোকা বাহুবলিন্দ্র, সম্পাদক স্বরুপা বাহুবলিন্দ্র সম্পাদক সন্দীপ চক্রবর্তী সহ বিশিষ্ট গুণীজনরা.