বিনপুর 2 ব্লক জুড়ে ভারি বৃষ্টিপাতের কারণে বাড়ল তারা ফেনী নদীর জলস্তর। তারাফেনী জলধারা থেকে জল ছাড়তেই তারাফেনী কজওয়ের উপর উঠে যায় তারা ফেনী নদীর জল। জানা গেছে গত বৃহস্পতিবার রাতভর ভারি বৃষ্টিপাত হয় ব্লক জুড়ে। বৃষ্টিপাতের কারণে জলস্তর বৃদ্ধি পায় তারা ফেনী নদীর। তারা ফেনী জলধারা থেকে জল ছাড়তেই এঁঠালা কজওয়ের উপর উঠে যায় তারা ফেনী নদীর জল।