পাড়ায় সমাধানের পাশাপাশি চলছে দুয়ারে সরকার শিবির শামুকতলা জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গনে। শিবিরে দেড় শতাধিক ব্যক্তি পরিযায়ী শ্রমিকের ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন এমনটাই জানা গেছে দুয়ারে সরকার শিবিরে থাকা কর্মীদের কাছ থেকে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের জন্য মাসে ৫০০০ টাকা ভাতা দেবেন এক বছর ধরে এমন ঘোষণা হওয়ার পরেই দুয়ারে সরকার শিবির গুলিতে উপচে পড়েছে ভিড় আবেদনের।