পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবককে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বাবলু সরকার (৪০)। বাড়ি ঝাড়গ্রাম শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রাজ কলেজ কলোনি এলাকায়। রাজমিস্ত্রির কাজ করতেন ওই যুবক। শনিবার দুপুরে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে দেহ ময়নাতদন্ত হয়। পুলিশ ও স্থানের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরে হাঁটার জন্য বেরিয়েছিলেন। দুবরাজপুরে পথ দুর্ঘটনা হয়।