পুকুর থেকে মৃতদেহ ভেসে ওঠায় চাঞ্চল্য নগর লালবাজার এলাকায় ।জানা গেছে গতকাল চারটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ঘাস কাটতে যান এক ব্যক্তি সন্ধ্যা ঘনিয়ে আসলো বাড়ি ফেরেননি। এরপর রাত দশটা নাগাদ বাড়ির পার্শ্ববর্তী এলাকায় পুকুরে ওই ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন পরিবারের লোকেরা। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ দেহটিকে ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয় বলে জানা গেছে।