মাসের একুশ দিন পার হলেও এখনও মেলেনি গত মাসের মজুরি। ফলে চরম অনিশ্চয়তায় পড়েছেন জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের প্রায় ৩০ জন চুক্তিভিত্তিক কর্মী। শুধু বেতন নয়, তাঁদের কাজ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পুজোর আগে বেতন না পেয়ে দিশেহারা চুক্তিভিত্তিক কর্মীরা এখন কার্যত আন্দোলনের প্রস্তুতিতে। জানা গিয়েছে, বালুরঘাটে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের প্রায় ৩০ জন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন। তারাই এই সমস্যায় পড়েছেন।