রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ক্যানসারে আক্রান্ত এক বৃদ্ধা। সূত্রের খবর, শান্তিপুর থানার গবারচর এলাকার বাসিন্দা এক বৃদ্ধা দীর্ঘ কয়েক বছর যাবৎ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত কয়েক বছর যাবৎ শান্তিপুরের বিহারিয়া মঠ পাড়া এলাকায় মেয়ের কাছে থেকে চিকিৎসা করাচ্ছিলেন তিনি। অভিযোগ, শনিবার দুপুরে গবারচর এলাকায় নিজের বাড়িতে ঘুরতে যান ওই বৃদ্ধা। আর পরে সেখান থেকে ফিরে মেয়ের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি।