বয়স চব্বিশের গণেশ মন্ডল রাণীনগর মোহনগঞ্জের ঘোষ ঘাট এলাকায় ভোর সাড়ে ৫ টা র সময় নদীতে । রওনা দেয় মাছ ধরার উদ্দেশ্যে। জন্মগত পেশা হিসেবে মাছ ধরতে জান প্রতিদিন আজও তার ব্যতিক্রম হয়নি । ভোর সাড়ে ৫ টা র সময় নৈকা করে মাছ ধরার উদ্দেশে রওনা দেই পদ্মার শাখা ঘোস ঘাটে ইমুত অবস্থায় মাঝ নদীতে গিয়ে ডুবে যায় ডুঙ্গি। এবং চারজনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সকাল সাড়ে আটটার সময় খুঁজে পান।