শনিবার তেলিপাড়া চৌপথীতে ৩১ নম্বর সি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর তিনটি গাড়ি। দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে দুর্ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, এদিন সেনাবাহিনীর গাড়ি গুলি জাতীয় সড়ক ধরে সারিবদ্ধভাবে অসমের দিকে যাচ্ছিল। তেলিপাড়া চৌপথীতে সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ার কারণে পেছনে দিকে থাকা সেনাবাহিনীর একটি গাড়ি আচমকাই দাঁড়িয়ে পড়ে। পেছনে ছিল সেনাবাহিনীর আরও দু'টি গাড়ি। ফলে তিনটি গাড়ি একে অপরকে পরপর ধাক্কা মারে।