আগষ্ট মাসে যাঁদের জন্মদিন তাঁদেরকে নিয়ে স্কুলের শিক্ষকরা কেক কেটে জন্মদিন পালন করলেন, সীমান্তের ভাজন ঘাট প্রাইমারী স্কুল এখন অন্যান্য স্কুল থেকে ভিন্ন, গোটা স্কুল শ্রেণী কক্ষে CCTV লাগান, মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ২৩৪ জন, আগস্ট মাসে যাঁদের জন্মদিন তাদের নিয়ে স্কুলের শিক্ষকরা কেক কেটে জন্ম দিন পালন করলেন। পোস্ট অফিস, পুলিশ চৌকি এমন কি বন্দে ভারত ট্রেনের প্রতীকী দেওয়ালে আঁকা, বিদ্যালয়ের যেদিকে তাকানো যায় সেখানেই শিক্ষামুলক কিছু আছে, স্কুলে একটা ভাণ্ডার আছে