এখন যেটা জয়েনিং দেখানো হচ্ছে দুই গোষ্ঠী কাজল এবং কেষ্ট, কোটাসুরে বৃহস্পতিবার রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। প্রসঙ্গত বৃহস্পতিবার বিধায়কের হাত ধরে তৃণমূলের পতাকা ধরলো সদ্য সিপিআইএম ও কংগ্রেস ছাড়া সদস্যরা। বৃহস্পতিবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের কোট 62 নম্বর সংসদে আনুষ্ঠানিকভাবে এই যোগদান পর্ব চলে।