শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের বিবেকানন্দ শার্ধ শতবার্ষিকী ভবনে এক মনোগ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হল শিক্ষক দিবসের অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন UTZP সভাধিপতি অপর্না নাথ, সহ সভাধিপতি ভবতোষ দাস কদমতলা আরডি ব্লকের চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, কালাছড়া আরডি ব্লকের চেয়ারম্যান টিংকু শর্মা,ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রাণী দাস সেন সহ অন্যান্যরা।