ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব হিন্দু পরিষদের ৬১তম আবির্ভাব দিবস। সেই উপলক্ষে আয়োজন করা হয় ধর্মীয় সম্মেলন। ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা, ক্রীড়া ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের ধর্মীয় প্রচারক পূর্ণচন্দ্র মণ্ডল, ধর্মনগর ইসকন মন্দিরের সভাপতি সহ বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।