কুশমন্ডি ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতে শনিবার জনসংযোগ কর্মসূচি পালন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার। এদিন তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের নানা সমস্যার কথা শোনেন। পাশাপাশি চলমান বেশ কিছু উন্নয়নমূলক কাজও ঘুরে দেখেন তিনি। সভাধিপতি জানান, গ্রামীণ রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল ও আলোর ব্যবস্থার মতো একাধিক প্রকল্প দ্রুত বাস্তবায়িত হচ্ছে। তিনি আশ্বাস দেন, এলাকাবাসীর দাবি অনুযায়ী আরও নতুন প্রকল্প হাতে নেওয়া।