বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল মালদার পুখুরিয়া থানার পুলিশ। বিভিন্ন বিভিন্ন প্রান্তের মোবাইল ফোন মালিকদের থানায় ডেকে পাঠানো হয়। মোট ১৬ জন প্রকৃত মালিকের হাতে পুলিশ কর্তাদের উপস্থিতিতে সেই মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুখুরিয়া থানার ওসি মৃণাল চ্যাটার্জী ছাড়াও পুলিশের অন্যান্য কর্তারা। প্রকৃত মালিকদের মোবাইল ফোনের নথিপত্র খতিয়ে দেখার পরই পুলিশ সেই মোবাইল ফোন গুলো তুলে দেয়া হয়েছে।