কৃষি সভ্যতার সূচনার পরম্পরাকে সাথে নিয়ে ইন্দ্রদেবের আরাধনায় প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে ইন্দ পরব হয়ে আসছে বলরামপুরের সাইবুড্ডি গ্রামে। প্রাচীন রীতি মেনে ইন্দ্র দেবের ছাতা উত্তোলন করলেন এলাকার জমিদার লক্ষ্মীনারায়ণ সিং সর্দ্দার ।তিনি জানান আনুমানিক ২৫০ বছরেরও বেশি সময় ধরে বলরামপুরের সাইবুড্ডি গ্রামে নির্দিষ্ট দিনে ইন্দ্র দেবের আরাধনায় প্রতি বছর ইঁন্দের ছাতা উত্তোলন হয়ে আসছে।