হারিয়ে যেতে বসা কাবাডি খেলার আসর বসলো মঙ্গলকোটের কুলসোনা গ্রামে। মঙ্গলবার আনুমানিক রাত ৮টা নাগাদ বাঁশি বাজিয়ে এই জনপ্রিয় খেলার সূচনা করেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। সঙ্গে ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী, অঞ্চল তৃণমূলের সভাপতি মাসুদুর রহমান ও প্রদীপ চট্টোরাজ সহ অনান্যরা। জানা গিয়েছে, ভাল্যগ্রাম পঞ্চায়েত এলাকার কুলসোনায় এদিন এই কাবাডি খেলা ঘিরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। দূরদূরান্তের একাধিক দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।