আগামী ১৬ সেপ্টেম্বর থেকে খুলছে জঙ্গল।রাজ্যের বিভিন্ন জঙ্গলের মত আলিপুরদুয়ার জেলার জঙ্গল গুলো খুলে যাবে পর্যটকদের জন্য।পর্যটকরা জঙ্গল সাফারি করতে পারবে ওইদিন থেকে।জঙ্গল খোলার আগে জঙ্গলের ভিতরে সাফারির রাস্তা গুলো পরিষ্কার করা শুরু হয়েছে বলে জানালেন শনিবার বিকেল চারটা নাগাদ জানালেন জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভিন কাশওয়ান।