আসানসোল জেলা আদালতে অনুষ্ঠিত হলো লোক আদালত, বললেন কাদম্বিনী চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির (ডিএলএসএ) সেক্রেটারি কাদম্বিনী চক্রবর্তী, আজ দুপুর ৩টায় জানিয়েছেন আসানসোল জেলা আদালত করা হলো লোক আদালত যেখানে জমি সংক্রান্ত মামলা,মোটর একসিডেন্ট মামলা, ইলেকট্রিসিটি মামলা,ব্যাঙ্ক লোন সংক্রান্ত মামলা দীর্ঘ দিন থেকে পেন্ডিং ছিল সহ একাধিক মামলার আজ সামাধান করা হলো সাথে দুর্গাপুর মহুকুমা আদালতেও আজ লোক আদালত করা হলো দুই আদালতে প্রায় ২১হাজার পে