সাদলিচক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হরিশ্চন্দ্রপুর দুই ব্লক প্রশাসনের তরফে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে পৌঁছে সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলে তাদের যে এলাকার সমস্যা অভিযোগ সেগুলি শুনলেন প্রশাসনের কর্তারা। ব্লক বিডিও তাপস কুমার পাল খানার আইসি মনোজিৎ সরকার সহ জনপ্রতিনিধিরা তাদের সাথে কথা বলে কি কি কাজ গ্রামে প্রয়োজন রয়েছে সেগুলি শোনেন এবং কিভাবে কাজগুলো করা হবে, সেই সমস্ত বিষয়ে পদক্ষেপের ও বার্তা রাখলেন।